বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইলিশে সয়লাব চাঁদপুরে কলকাতার ক্রেতা

  •    
  • ২৬ জুলাই, ২০২২ ১৬:৪৫

নিষেধাজ্ঞা শেষে সাগর আর নদীতে আবারও ইলিশ ধরতে শুরু করেছেন জেলেরা। নদীতে তেমন ইলিশের দেখা না মিললেও সাগর মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে। চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গিয়ে এই খবর জানা গেছে-

ইলিশের জন্য আলোচিত চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে দেখা মিলল বাসুদেব দাস নামে ভারতীয় এক ক্রেতার। থরে বিথরে সাজানো ইলিশের স্তুপ আর কর্মযজ্ঞ অবাক হয়ে দেখছিলেন। মাছঘাটের হাঁকডাক আর কোলাহলে হতবিহ্বল তিনি।

কলকাতা থেকে আসা বাসুদেব বলেন, ‘চাঁদপুর মার্কেটে প্রথম এসেছি। এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। আমাদের কলকাতায় ইলিশের অনেক দাম আর এখানে অনেক কম।’

তিনি আরও বলেন, ‘ইন্ডিয়াতে এত বড় ইলিশ দেখা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও তা ধরাছোঁয়ার বাইরে; আমরা কিনতে পারি না। এখানে এত পরিমাণ ইলিশ, যা ভাষায় বলা যাবে না।’

মঙ্গলবার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায় সেখানে ইলিশের আমদানি বেড়েছে। তাই কর্মব্যস্ততাও বেড়েছে স্থানীয় মাছ ব্যবসায়ী ও শ্রমিকদের। বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত এখন ইলিশের পাইকারি বাজারটি। প্রতিটি আড়ৎ এর সামনে ইলিশের বড় বড় স্তুপ। পাশেই বরফ ভেঙে প্যাকেটজাত করা হচ্ছে।

মাছঘাট সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার মণ ইলিশ সেখানে আমদানি হচ্ছে। ফলে ঝিমিয়ে পড়া বড়স্টেশন মাছঘাট যেন হাঁকডাকে আবারও জেগে উঠেছে।

তবে আমদানি করা এই ইলিশের অধিকাংশই আসছে সাগর মোহনা থেকে। চাঁদপুরে পদ্মা-মেঘনায় খুব একটা ইলিশের দেখা মিলছে না বলে জানিয়েছেন জেলেরা।

রাসেল নামে এক জেলে জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে তারা আবারও জাল নিয়ে সাগরে নেমেছেন। টানা ২-৩ দিন জাল ফেলে প্রচুর ইলিশও পাওয়া গেছে।

রাসেল বলেন, ‘আমরা ৩০ থেকে ৩৫ মণ ইলিশ চাঁদপুর মাছঘাটে নিয়ে এসেছি। আগে ইলিশ অনেক কম ছিল, কিন্তু এখন বেড়েছে। চাঁদপুর মাছঘাটে ইলিশের চাহিদা অনেক বেশি থাকায় সবাই এখানেই ইলিশ নিয়ে আসে।’

নদীতে ইলিশের দেখা না মিললেও সাগরে বিপুল পরিমাণ ইলিশ আসছে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে। ছবি: নিউজবাংলা

এদিকে মিজানুর রহমান নামে স্থানীয় এক ক্রেতা বলেন, ‘মূলত চাঁদপুরের ইলিশের প্রতি আমাদের চাহিদা। কিন্তু চাঁদপুরের নদী মোহনায় ইলিশ না থাকায় এখন দক্ষিণাঞ্চল ও সাগর মোহনার ইলিশ দিয়েই সেই চাহিদা পূরণ করা হচ্ছে। কিছুদিন আগে ইলিশের অনেক দাম ছিল। আমদানি বাড়ায় দাম কিছুটা এখন কমে এসেছে।’

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া বলেন, ‘একটা সময় পদ্মার ইলিশে সরগরম থাকতো বড়স্টেশন মাছঘাট। কিন্তু বিগত কয়েক বছর ধরে চাঁদপুরে পদ্মা মেঘনার মোহনায় ইলিশের তেমন দেখা মিলছে না। এতে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে। তবে চাঁদপুরের ইলিশ না থাকলেও দক্ষিণাঞ্চল ও সাগর মোহনার প্রচুর ইলিশ ঘাটে আসছে। ইলিশের আমদানি বাড়ায় দামও অনেকটা কমে এসেছে।’

ব্যবসায়ীরা জানান, বর্তমানে চাঁদপুর মাছঘাটে ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের কেজি ৭০০ থেকে ৮০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশের দাম ১ হাজার থেকে ১২০০ টাকা। এ ছাড়া মাঝারি সাইজের ইলিশের মন ২৪ থেকে ২৬ হাজার টাকা দর চলছে।

এ বিভাগের আরো খবর