বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঁচবিবির তাজপুর সারপুকুর এলাকা থেকে মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে রেল পুলিশ।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্তনগর ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত ওই ব্যক্তি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস আন্তনগর ট্রেন পুরানাপইলের তাজপুর সারপুকুর এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি সাকিউল আযম বলেন, ‘নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। রাজশাহী সিআইডি ক্রাইম সিনে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’