পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় বৃদ্ধের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ ৩ জন জখম হয়েছেন। তাদের প্রথম গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের মুজিব নগর দাখিল মাদরাসার পূর্ব পাশে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৬০ বছর বয়সী নুরু খানের বাড়ি একই এলাকায়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘কিছুক্ষণ আগে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
স্থানীয়দের বরাতে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় রনির বাবা মান্নান ভূঁইয়ার সঙ্গে নুরু খানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে সন্ধ্যা ৭টার দিকে মুজিব নগর দাখিল মাদরাসার পূর্ব পাশের চৌরাস্তায় মাটিতে ফেলে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
এ সময় নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিনজন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নুরু খানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে আনার অনেক আগেই নুরু খান মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
ওসি শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে, তবে সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।’