সিলেটের গোয়াইনঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ তার স্বামী। তাদের শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের নাম হায়ারুন বেগম। সন্ধ্যায় তার মরদেহ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার স্বামী আনফর আলী বাদুকে উদ্ধার করা যায়নি।
ওসি জানান, দুর্ঘটনার খবরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সেখানে যায়। সন্ধ্যার দিকে হায়ারুনের মরদেহ ও তার ছেলে রুহুল আমিনকে জীবিত উদ্ধার করা হয়। তবে আনফরকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, রাত হয়ে যাওয়া উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ফের অভিযানে নামবে ডুবুরিদল।