বরিশালে মাদক কারবারের দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মেহেদি আল মাসুদ সোমবার এ রায় দেন।
আসামিরা হলেন বাকেরগঞ্জের মো. কামরুজ্জামান, বরিশাল সদর উপজেলার আওলাদ হোসেন, নগরীর বেলতলা খেয়াঘাট এলাকার মোস্তফা চাপরাশি, নগরীর ভাটারখাল এলাকার মো. রাকিব ও কিশোরগঞ্জের ভৈরবের মোসাম্মৎ পপি।
এর মধ্যে আওলাদ ও পপি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা জামিনে বের হয়ে পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিনুল ইসলাম সেন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১১ সালের ২০ এপ্রিল রাতে গৌরনদীর হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বস্তা ফেনসিডিলসহ একটি স্পিডবোট আটক করে পুলিশ। সে সময় আসামিরা স্পিডবোট থেকে লাফ দিয়ে নদীতে নামে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
সে রাতেই গৌরনদী থানার এসআই অসীম মজুমদার তাদের নামে মামলা করেন। ২০১১ সালের ১১ জুন গৌরনদী থানার এসআই আসাদুল হক মো. মাসুদ ও মো. সায়েম নামে আরও দুজনসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
তবে রায়ে মাসুদ ও সায়েমকে খালাস দেয়া হয়েছে।