বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আঞ্চলিক সমৃদ্ধি অর্জনে মুর্মুর সঙ্গে কাজ করতে চান হামিদ

  •    
  • ২৫ জুলাই, ২০২২ ২০:৪২

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, ‘ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। এই অঞ্চলে নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখা দেশগুলোর একটির রাষ্ট্রপতি হিসেবে আপনাকে ভারতের শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করতে দেখে আমি আনন্দিত।’

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ-ভারত সম্পর্কে শুধু এগিয়ে নেয়া নয়, বরং এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছেও পোষণ করেছেন তিনি।

ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে সোমবার দেয়া এক চিঠি এ কথা বলেছেন রাষ্ট্রপতি।

আব্দুল হামিদ বলেন, ‘ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। এই অঞ্চলে নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখা দেশগুলোর একটির রাষ্ট্রপতি হিসেবে আপনাকে ভারতের শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করতে দেখে আমি আনন্দিত।’

বাংলাদেশ-ভারত সম্পর্কে যৌথ ইতিহাস ও সংস্কৃতি, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং অব্যাহত সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে অভিনন্দন বার্তায়।

রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার ও দেশটির জনগণের অমূল্য সমর্থন ছিল আমাদের সম্পর্কের একটি বিশেষ মুহূর্ত। আজ আমাদের সহযোগিতা বাণিজ্য, সংযোগ, পানিসম্পদ ব্যবস্থাপনা, শক্তি, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।

‘আমি আত্মবিশ্বাসী যে ভারতের রাষ্ট্রপতি হিসেবে আপনার মেয়াদকালে আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদার হবে।’

‘আপনি যখন নতুন দায়িত্ব গ্রহণ করছেন, আমি আপনাকে এবং ভারতের জনগণকে বাংলাদেশের জনগণের অব্যাহত বন্ধুত্ব ও সহযোগিতার আশ্বাস দিতে চাই।’

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন আবদুল হামিদ।

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দ্রৌপদীকে শপথবাক্য পড়ান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথের পর দ্রৌপদীর সম্মানে ২১টি গান স্যালুট দেয়া হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রৌপদীর পূর্বসূরি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দ্রৌপদীর রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলাসহ অনেকে।

শপথ নেয়ার পর ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্য দিয়ে প্রমাণ হলো এ দেশের গরিবদেরও স্বপ্ন থাকতে পারে এবং তা পূরণ হতে পারে।’

প্রাথমিক শিক্ষা নেয়াটা স্বপ্ন ছিল জানিয়ে সাঁওতাল জনগোষ্ঠী থেকে নির্বাচিত রাষ্ট্রপতি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাবেন তিনি।

ভারতীয় তরুণদের উদ্দেশে দ্রৌপদী বলেন, নিজেদের পাশাপাশি দেশের ভবিষ্যতের ভিত গড়তে হবে।

যুবসমাজের প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান নবনিযুক্ত রাষ্ট্রপতি।

এ বিভাগের আরো খবর