বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিজভী কাঁথা-বালিশ নিয়ে অফিসে ঘুমিয়ে থাকেন: মায়া

  •    
  • ২৫ জুলাই, ২০২২ ১৬:০৯

মায়া বলেন, ‘বিএনপি বলে তাদেরকে সরকার আন্দোলনের সুযোগ দেয় না। অথচ দিনে তিন-চারটা প্রোগ্রাম করে। রিজভী খ্যাতা-বালিশ নিয়ে ঘুমিয়ে থাকেন অফিসে। বিএনপি পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন।’

সরকার আন্দোলনের সুযোগ দেয় না দাবি করে বিএনপি নেতারা কাঁথা-বালিশ নিয়ে অফিসে ঘুমিয়ে থাকেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সোমবার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রসঙ্গ টেনে মায়া বলেন, ‘বিএনপি বলে তাদেরকে সরকার আন্দোলনের সুযোগ দেয় না। অথচ দিনে তিন-চারটা প্রোগ্রাম করে। রিজভী খ্যাতা-বালিশ নিয়ে ঘুমিয়ে থাকেন অফিসে। বিএনপি পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন।’

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে বন্যায় বিএনপির ভূমিকা নেই বলে দাবি করেন আওয়ামী লীগের বর্ষীয়ান এ রাজনীতিক। তিনি বলেন, ‘এই যে এত বড় একটা বন্যা হয়ে গেল, আপনারা কি দেখেছেন বিএনপি কোথাও খাদ্য সহায়তা নিয়ে গেছে? এই বন্যায় কারা পাশে ছিল? ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এদের (বন্যার্ত) পাশে ছিল।’

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে মায়া বলেন, ‘নড়াইলের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ সবাই তাদের পাশে ছুটে গেছে। ১৪ দলের পক্ষ থেকে আমির হোসেন আমু ভাইয়ের নেতৃত্বে সেখানে গিয়ে তাদের সাহায্য এবং সংহতি জানিয়েছি। বিএনপি গেছে? শুধু মিথ্যা বলতেই থাকে ঘুরে ঘুরে।’

বিএনপির সমালোচনা করে মায়া আরও বলেন, ‘এই যে মিথ্যায় ভরপুর একটা দল, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। রাজপথ কাউকে ইজারা দেয়া হয়নি। রাজপথ আওয়ামী লীগের দখলে ছিল এবং থাকবে। এই রাজপথ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না আমরা।

‘আমরা শেখ হাসিনার কর্মী; আমরা বঙ্গবন্ধুর কর্মী। এই দেশে যত ইতিহাস, অর্জন, সব আওয়ামী লীগের। বিএনপির যত অর্জন, সব মিথ্যা আর ষড়যন্ত্রের ইতিহাস। তাই নির্বাচনের আগে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথেই থাকবে। কেউ বাধা দিতে পারবে না।’

এ বিভাগের আরো খবর