বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলীর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
রাজধানীর ইবনে সিনা হাসপাতালে রোববার রাতে মৃত্যু হয় তার।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
হায়দারের ছেলে ব্যারিস্টার জিসান হায়দারের বরাত দিয়ে শায়রুল জানান, সোমবার জোহরের নামাজের পর শেরপুরের নকলা উপজেলার বোটকান্দি গ্রামের বাড়িতে হায়দারের জানাজা হবে। সেখানে পারিবারিক করবস্থানে দাফন হবে তার।
স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ব্যারিস্টার হায়দার। বিভিন্ন সময়ে তিনি তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।
টিম লিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশে কূটনৈতিক দায়িত্বও পালন করেন ব্যারিস্টার হায়দার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন হায়দার। পরে লন্ডনের লিংকনস ইন থেকে এলএলবি ও ডিপ্লোমা এট ল’ ডিগ্রি অর্জন করেন তিনি।