ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোর ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনার জেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর তাকে গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বাসচালক ৩৫ বছর বয়সী মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পর মাইক্রোবাস চালকের ছেলে সড়ক পরিবহন আইনে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা করেন। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসের চালক মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।’
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে থেমে থাকা একটি মাইক্রোতে বাসের ধাক্কায় ৬ যাত্রী নিহত হন।
গাজীপুরের কোনাবাড়ির এসএসসি-৯৬ ব্যাচের ১৩ বন্ধু হঠাৎ পরিকল্পনা করেন পদ্মা সেতু দিয়ে কুয়াকাটা ঘুরতে যাবেন। তাদের সঙ্গে যোগ দেন আত্মীয়-পরিচিতজনসহ আরও ১০ জন।
দুইটি মাইক্রোবাসে করে তারা বৃহস্পতিবার ভোরে রওনা হন কোনাবাড়ি থেকে। বরিশালের উজিরপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের একটি বাস মাইক্রোটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোর একজনের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান দুইজন।
নিহতরা হলেন রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন, শহিদুল ইসলাম এবং হারুন অর রশিদ। দুর্ঘটনাকবলিত মাইক্রোটিতে ছিলেন ১০ জন। তাদের মধ্যে নিহতরা সবাই বন্ধু ছিলেন।