সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর ল্যান্স করপোরাল আব্দুল হালিম।
রাঙ্গামাটির বাঘাইহাট সড়কের চৌদ্দ মাইল চম্পাতলী এলাকায় রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্য হালিমের বাড়ি বাঘাইছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। তিনি চট্টগ্রাম সেনানিবাসের অধীনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে বাড়িতে এসে সাজেক ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন।
তথ্যগুলো নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
তিনি জানান, সাজেক থেকে ফেরার পথে একটি চাঁদের গাড়িকে সাইড দিতে গিয়ে হালিমের মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা তাকে খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের এমডিএসে নিয়ে যায়।
সাজেক থানার ওসি নুরুল হক বলেন, ‘সাজেকের ১৪ মাইল চম্পাতলী এলাকায় ব্যক্তিগত কাজ শেষ করে নিজ বাড়ি বাঘাইছড়িতে যাচ্ছিলেন সেনা সদস্য হালিম। সে সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় ও কোমরে আঘাত পান তিনি। প্রথমে তাকে সেনা রিজিওনে নেয়া হয়েছিল। পরে অবস্থা খারাপ দেখে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।’