চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে একটি করে বগি ও একটি ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রোববার বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম রেলওয়ে কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাতে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘কয়েকটি বিষয়ে কথা হয়েছে। আমাদের প্ল্যাটফর্মের ক্যাপাসিটি অনুযায়ী একটি করে বগি বাড়ানোর কথা হয়েছে। এর বাইরে একটা ট্রিপ (যাওয়া-আসা) বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।’
রেজিস্ট্রার জানান, যে সময়টিতে শিক্ষার্থীদের আনাগোনা বেশি অর্থাৎ পিক টাইমে একটা ট্রিপ বাড়ানো হবে। সে অনুযায়ী ওই ট্রিপ দেড়টা থেকে ৪টা এবং সকাল ৮টা থেকে ৯টার মধ্যে হতে পারে।
এ অবস্থায় টেকনিক্যাল বিষয়গুলো দেখে শিডিউল নির্ধারণ করবে রেলওয়ে। এ ছাড়া বগিতে লাইটিং ও নিরাপত্তার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল প্রতিদিন সাতটি ট্রিপ (আসা-যাওয়া মিলিয়ে ১৪ বার) পরিচালনা করে।