বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ি উচ্ছেদ ঠেকাতে রনির রিট খারিজ

  •    
  • ২৪ জুলাই, ২০২২ ১৬:৩৬

রনির পক্ষের আইনজীবী মো. এমদাদুল হক কাজী নিউজবাংলাকে বলেন, ‘আদালত আমাদের আবেদনটি শুনানি নিয়ে খারিজ করে দিয়েছে। এখন এ আদেশের সার্টিফাইড কপি তুলে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে আপিল করব।’

পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বাড়ির উচ্ছেদ ঠেকাতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে গোলাম মাওলা রনির পক্ষে আইনজীবী ছিলেন মো. এমদাদুল হক কাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

রনির পক্ষের আইনজীবী মো. এমদাদুল হক কাজী নিউজবাংলাকে বলেন, ‘আদালত আমাদের আবেদনটি শুনানি নিয়ে খারিজ করে দিয়েছে। এখন এ আদেশের সার্টিফাইড কপি তুলে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে আপিল করব।’

তিনি বলেন, ‘আজ শুনানিতে আদালতকে বলেছি, আমার মক্কেল ১৯৬০ সাল থেকে এ বাড়িতে বাস করছেন। উলানিয়া বাজারে জ্ঞানেন্দ্র কুমার রায় চৌধুরীর কাছ থেকে গোলাম মাওলা রনির বাবা বাড়িটি কেনেন। ১৯৭০ সালের বন্যায় এ বাড়ি পানিতে ডুবে যায়, তখন বাড়ির সব ডকুমেন্ট হারিয়ে যায়।

‘২০০১ সালে এ বাড়িতে দোতলা ভবন করা হয়। তখনও সরকার কোনো কিছু জানায়নি। ২০১০ সালে রনির বাবা মারা যান। এত বছর পর বাড়ি উচ্ছেদ নিয়ে নোটিশ দিলে আমরা সেটি চ্যালেঞ্জ করে গত ৩০ জুন হাইকোর্টে রিট করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত রিটটি খারিজ করে দেয়।’

গত ১৯ জুলাই রনির বাসভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে প্রশাসন।

প্রশাসন জানায়, সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় অভিযান চালানো হয়েছে।

সেসময় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম জানান, কোনো বিশেষ ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা ২০টি স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, ‘আদাল‌তের নি‌ষেধাজ্ঞার কাগজপত্র আমা‌দের হাতে নেই। অ‌বৈধভা‌বে যারা স্থাপনা নির্মাণ ক‌রে‌ছে আমরা সেগু‌লো উ‌চ্ছেদ কর‌ছি। আ‌গে তাদের বার বার নো‌টিশ দেয়া হয়েছিল।’

এ বিভাগের আরো খবর