ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনার তথ্য প্রকাশ পেলে তা যাচাই-বাছাই না করে প্রতিক্রিয়া জানানো কিংবা অঘটন ঘটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে রোববার দুপুরে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘ফেসবুকে কোনো ঘটনা ছড়িয়ে পড়লে তার সত্যতা যাচাই না করেই আপনারা কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। সবারই এটা ভাবতে হবে যেন কোনো নিরীহ ব্যক্তি অ্যাফেক্টেড না হয়। যে দোষী ব্যক্তি, তাকে ধরিয়ে দেয়ার চেষ্টা করুন; আইন অনুযায়ী তার বিচার হবে।’
গুজব ছড়িয়ে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশকে অকার্যকর দেশে পরিণত করতে চায়, মাঝে মাঝে তারা দুই-একটি ঘটনা ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যায়। আমরা খুব কঠোরভাবে সেগুলোকে মোকাবিলা করছি। আমাদের দেশে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কোনো স্থান নেই।
‘আমাদের দেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মভীরু। এখানে যে যার মতো নিজ ধর্ম পালন করছে। কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিষ্টান এটা নিয়ে আমাদের মধ্যে কোনো প্রশ্ন নাই। তাই দেশে সম্প্রীতি রক্ষায় সকলকে এক হয়ে কাজ করতে হবে।’
নিজ বক্তব্য শেষে বইয়ের মোড়ক উন্মোচন করেন আসাদুজ্জামান খাঁন কামাল। বইটির পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এতে ইসলামের আলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে ব্যাখ্যা করা হয়েছে।
বইটি বাংলাদেশসহ বিশ্ব পরিমণ্ডলে জঙ্গিবাদ মোকাবিলায় সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ওই সময় তিনি বইটি আরও কিছু ভাষায় অনুবাদ করে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের প্রতি আহ্বান জানান।