জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।’
চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার পেয়ারাতলা এলাকায় মা-বাবা অ্যাগ্রো ফুড কারখানায় রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২২ বছর বয়সী ফয়সাল হোসেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি ওই কারখানার শ্রমিক ছিলেন।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ দুপুরে কারখানার পুরোনো একটি বয়লার মেরামতের কাজ করছিলেন ফয়সাল। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফয়সালের।
ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।’