আগামী দ্বাদশ জাতীয় সংসদে সব দলকে নির্বাচনে আসার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে তিনি এমন অনুরোধ করেন।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর কমিশন ধারাবাহিক যে সংলাপ করছে, তার অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
সিইসি বলেন, ‘সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করে যাচ্ছি। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সবারই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ও থাকবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সমর্থন ও সহায়তা আমাদের প্রয়োজন।’
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত (চেয়ারম্যান) আতাউল্লাহ হাফেজীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। এতে সিইসিসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। চলমান সংলাপের ষষ্ঠ দিনে রোববার ৪টি দলসহ মোট ২০টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল। তবে এর আগে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল, কল্যাণ পার্টি, বিএনপি, জেএসডিসহ ৪টি দল সংলাপ প্রত্যাখ্যান করে। ফলে ষষ্ঠ দিনে শেষ পর্যন্ত সংলাপ শেষ হবে ১৬ দলের সঙ্গে। বাকি থাকবে আরও ১৯টি দল।
এ ছাড়া আজ আরও তিনটি দলের সঙ্গে সংলাপ হবে। এর মধ্যে জেএসডি সংলাপ প্রত্যাখ্যান করলেও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।