ঝিনাইদহ সদর থানার ওসি জানান, হেফজ বিভাগের ছাত্র সাইফ মাদ্রাসার তিনতলার ছাদে কাপড় শুকাতে যায়। এ সময় সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে খালিদ হাসান সাঈফ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে শহরের বাইপাস এলাকার মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১৩ বছর বয়সী সাঈফ কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হেফজ বিভাগের ছাত্র সাইফ মাদ্রাসার তিনতলার ছাদে কাপড় শুকাতে যায়। এ সময় সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।