বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় তানভীর ও সাগর নামে দুই বাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত বাইকের অন্য আরোহীকে হাসপাতালে নেয়া হয়েছে।
উপজেলার মাদলা সেতুর ওপর শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
তানভীরের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আর সাগর বগুড়া সদরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম আসাফুদ্দৌলা সনি। তিনি সিরাজগঞ্জ সদরের বাসিন্দা।
শাজাহানপুরের কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজার এসব তথ্য জানান।
তিনি জানান, তিনজন একই মোটরসাইকেলে শাজাহানপুরের নিশ্চিন্তপুর থেকে বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিলেন। মাদলা এলাকায় সেতুর ওপর একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন।
তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। বিকেলের দিকে সাগরও মারা যান।
এসআই হাসান বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। মোটরসাইকেল ও ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে।
বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বেলাল হোসেন জানান, তানভীর ও সাগরের মরদেহ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ মর্গে রাখা আছে।