বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফখরুল সাহেবরা রাজনৈতিক সংকটে: তথ্যমন্ত্রী

  •    
  • ২৩ জুলাই, ২০২২ ১৭:১৯

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা চরম রাজনৈতিক সংকটের মুখে আছেন। কারণ ওনারা গতবার নির্বাচনের সময় বাম, ডান, অতিবাম, অতিডান সব দলের ঐক্য করেছিলেন। এসব করে তারা মাত্র পাঁচটি আসন পেয়েছিলেন। এবার দেখি কিছু কিছু দলের সঙ্গে তারা বৈঠক করছেন, এসব দল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার বিষয়।’

মির্জা ফখরুল সাহেবরা চরম রাজনৈতিক সংকটে আছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার বিএফডিসিতে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আলম খান ও অভিনেত্রী শর্মিলী আহমেদের স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা সংকটের মুখে আছেন। কারণ ওনারা গতবার নির্বাচনের সময় বাম, ডান, অতিবাম, অতিডান সব দলের ঐক্য করেছিলেন। এসব করে তারা মাত্র পাঁচটি আসন পেয়েছিলেন। এবার দেখি কিছু কিছু দলের সঙ্গে তারা বৈঠক করছেন, এসব দল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার বিষয়।

‘এসব দল যে আছে, তা বিএনপির বৈঠকের পর জানতে পারছি। এ ধরনের নামসর্বস্ব দলের সঙ্গে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে, তারা চরম রাজনৈতিক সংকটের মুখে।’

বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রথমত করোনা, দ্বিতীয়ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবী সংকটের মুখে। খোদ যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী হয়ে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে লোডশেডিং হয়েছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দিন বিদ্যুৎ যায়নি।

‘যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সাড়ে ৯ শতাংশ, যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপর। পুরো পৃথিবী আজ সংকটের মুখে। বাংলাদেশ তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। পৃথিবী সংকটে থাকলে বাংলাদেশেও কিছুটা আঁচড় পড়বে সেটা স্বাভাবিক।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটময় বিশ্ব পরিস্থিতির মধ্যেও সবকিছু সামাল দিচ্ছেন। অনেক দেশের তুলনায় তিনি ভালো সামাল দিচ্ছেন বলেই আন্তর্জাতিক গণমাধ্যম গবেষণা প্রতিষ্ঠানগুলো যেসব দেশকে সংকটের মুখে বলছে, সেখানে বাংলাদেশ নেই। বাংলাদেশ বরং অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে আছে।’

এ বিভাগের আরো খবর