নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান সংলাপে যাবে না জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। দলটির সভাপতি আ স ম আব্দুর রব নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার জাতীয় নির্বাচন ভবনে বেলা ২টা থেকে ১ ঘণ্টা সংলাপের সময় নির্ধারণ করা হয়েছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ভোটের দেড় বছর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকা বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ইসির এ সংলাপ বর্জন করেছে।
সাবেক ছাত্রনেতা রবের নেতৃত্বাধীন জেএসডি গত নির্বাচনে বিএনপির রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফন্টের অংশীদার ছিল। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও বিএনপি সংলাপ প্রত্যাখ্যান করে।
সংলাপের ষষ্ঠ দিন রোববার সংলাপ হবে চারটি দলের সঙ্গে।
রোববারের পর বাকি থাকবে আরও ১৯টি দল। সংলাপ শেষ হবে চলতি সপ্তাহের শেষ দিন।
সংলাপ বর্জনের কারণ জানতে চাইলে আ স ম আব্দুর রব নিউজবাংলাকে বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে নাটক করতে যাব না। এটা তো নির্বাচন হবে না। শেখ হাসিনা যা বলবেন, তাই হবে।’
জেএসডি বর্জন করায় রোববার তিনটি দলের সঙ্গে ইসির সংলাপ হবে। এগুলো হলো হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন।
জাসদ জানিয়েছে, তারা সংলাপে অংশ নেবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবায়ের নিউজবাংলাকে জানান, তারাও সংলাপে অংশ নেবেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও মুঠোফোনে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।