যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও ঝগড়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কেবিন ক্রুকে গ্রাউন্ডেড (দায়িত্ব থেকে অব্যাহতি) করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই চারজন কাজে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার বিমানের ভারতের কলকাতা থেকে ঢাকায় আসা ফ্লাইটের যাত্রীদের সঙ্গে এ ঘটনা ঘটে। শুক্রবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
কলকাতা ফেরত ফ্লাইটটির যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর বিজি ৩৯৬ ফ্লাইটটি নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
বিমানের ভেতর এসি কাজ না করায় কয়েকজন যাত্রী যাত্রাপথে অসুস্থ বোধ করলে ক্রুদের পানি দিতে বলেন। পানি চাওয়া নিয়ে মুগনি নামে এক ক্রু নিজেকে যাত্রীদের ‘সার্ভেন্ট নন’ এবং ‘মেশিন নন’ বলে জানান। এ নিয়ে তিনি বেশ কয়েক দফা ঝগড়াও করেন যাত্রীদের সঙ্গে। অন্য ক্রুরাও তার সঙ্গে ছিলেন।
ফ্লাইটটি ঢাকায় নামার সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন যাত্রীরা। সমাধানের জন্য সেই ক্রুকে নিয়ে লাগেজ বেল্টের সামনে নিয়ে আসেন বিমানের এক কর্মকর্তা। সেখানেও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। যাত্রীদের তোপের মুখে সেই ক্রু ঘটনাস্থল ত্যাগ করেন।
শনিবার ওই ফ্লাইটে থাকা চার কেবিন ক্রুকে গ্রাউন্ডেড করার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।