বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চবি ছাত্রীকে ‘যৌন হেনস্তা’: শনাক্ত দুজনের পরিচয় প্রকাশ

  •    
  • ২৩ জুলাই, ২০২২ ১১:১১

তদন্ত কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া নিউজবাংলাকে বলেন, ‘প্রথমে ছাত্রী সময় ও জায়গার ব্যাপারে ভুল তথ্য দিয়েছিলেন। এ কারণে দোষীদের শনাক্ত করতে সময় লেগেছে। পরে ছাত্রীর তথ্যের ভিত্তিতে দুজনকে শনাক্ত করা হয়েছে। ভিক্টিমসহ মিলেই শনাক্ত করা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় শনাক্ত দুজনের নাম-পরিচয় জানিয়েছে তদন্ত কমিটি।

তারা হলেন ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র মূল হোতা মোহাম্মদ আজিম হোসাইন ও ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী হাসান হৃদয় (বান্টি)।

তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বলে জানা গেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া শনিবার নিউজবাংলাকে শনাক্ত দুজনের নাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথমে ছাত্রী সময় ও জায়গার ব্যাপারে ভুল তথ্য দিয়েছিলেন। এ কারণে দোষীদের শনাক্ত করতে সময় লেগেছে। পরে ছাত্রীর তথ্যের ভিত্তিতে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের একজনের নাম মেহেদী হাসান হৃদয় ও আরেকজন আজিম হোসাইন। ভিক্টিমসহ মিলেই শনাক্ত করা হয়েছে।’

এরই মধ্যে সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে ভুক্তভোগীকে অভিযোগপত্র প্রদানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

যৌন হেনস্তার অভিযোগ দিতে ‘বাধা’ চবি ছাত্রলীগ সভাপতির

এদিকে ছাত্রলীগের সভাপতির সঙ্গে অভিযুক্ত দুজনকে একাধিক ছবি ও সেলফিতে দেখা গেছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক মিছিল-সমাবেশেও তাদের উপস্থিতি ছিল।

তবে অভিযুক্ত কেউই তার কর্মী নয় বলে দাবি করেছেন সভাপতি রেজাউল হক। নিউজবাংলাকে তিনি বলেন, ‘তারা বগিভিত্তিক সংগঠন সিএফসির সদস্য। এর দায় ছাত্রলীগ নেবে না। বিশ্ববিদ্যালয় আইনি ব্যবস্থা নেবে।

‘আমি ছাত্রলীগের সভাপতি, আমার সঙ্গে যে কেউ ছবি তুলতে পারে।’

এ বিভাগের আরো খবর