বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধনবাড়ীতে বিএন‌পি-পুলিশ সংঘর্ষ গুলি, আহত ৮

  •    
  • ২২ জুলাই, ২০২২ ২২:১৯

ধনবাড়ী থানার ও‌সি চান মিয়া বলেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে বিএন‌পির এক‌টি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃ‌ষ্টি কর‌ছিল। পু‌লিশ তাদের স‌রিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ক‌রা হয়। পু‌লিশ গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে পু‌লিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।’

টাঙ্গাইলের ধনবা‌ড়ীতে পু‌লিশ ও বিএন‌পি নেতাকর্মীদের মধ্যে সংঘ‌র্ষ হয়েছে। উপজেলা বিএন‌পির সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে এই সংঘর্ষকালে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড ফাঁকা গু‌লি ছুড়েছে পুলিশ। এ সময় পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধনবাড়ী উপজেলা বিএন‌পির সম্মেলনের আয়োজন করা হয় ধনবাড়ী সরকা‌রি কলেজে। এই সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৫টার দিকে বা‌ঘিল এলাকায় এক‌টি গ্রু‌পের নেতাকর্মীরা সম্মেলনের বিপক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

একপর্যায়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করলে পু‌লিশ তাদের সরে যেতে বলে। তাতে সাড়া না দিয়ে পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জ‌ড়িয়ে পড়েন নেতাকর্মীরা। প‌রিস্থি‌তি নিয়ন্ত্রণে পু‌লিশ ১৭ রাউন্ড শটগানের ফাঁকা গু‌লি ও তিন রাউন্ড টিয়ার গ‌্যাস ছোড়ে। এ সময় পু‌লিশ সদস‌্যসহ আটজন আহত হন।

মধুপুর উপজেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক সরকার শহীদ জানান, নেতাকর্মীরা সম্মেলনে যাওয়ার পথে পু‌লিশ বাধা দেয়। পরে মধুপুরের অরণখোলা ইউ‌পির সাবেক চেয়ারম‌্যান‌ হুমায়‌ুনকে আটক করে থানায় নেয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এতে পু‌লিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিনজন নেতাকর্মী গু‌লিবিদ্ধ হন। তাদের স্থানীয় হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) চান মিয়া বলেন, ‘সম্মেলনকে‌ কেন্দ্র করে বিএন‌পির এক‌টি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃ‌ষ্টি কর‌ছিল। পু‌লিশ তাদের স‌রিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাট‌কেল নিক্ষেপ ক‌রা হয়। পু‌লিশ গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে পু‌লিশের পাঁচ সদস‌্য আহত হয়েছেন।’

এ বিভাগের আরো খবর