পঞ্চগড়ে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় শাহনাজ পারভীন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা পুরাতন সড়ক ভবনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
৪০ বছর বয়সী নিহত শাহনাজ দিনাজপুর উপশহর এলাকার সুমন ইসলামের স্ত্রী। স্বামীর সঙ্গে পঞ্চগড়ে একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন তিনি।
স্থানীয়রা জানান, একটি দাওয়াতে যোগ দিতে বিকেলে মোটরসাইকেলে চড়ে পঞ্চগড়ের বাড়ি থেকে রওনা হন শাহনাজ। চালক ছিলেন তার স্বামী সুমন।
যাত্রাপথে পঞ্চগড়ের করতোয়া সেতু পার হয়ে পুরাতন সড়ক ভবন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চার্জার রিকশা তাদের মোটরসাইকেলের সামনে চলে আসে। তাৎক্ষণিকভাবে ব্রেক চাপলে পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন শাহনাজ।
এ অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা শাহনাজকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু যাত্রাপথেই শাহনাজের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ওসি কাইয়ুম আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ট্রাক ও এর চালককে এখনও আটক করা সম্ভব হয়নি।