‘যাদের নির্বাচন করার সক্ষমতা আছে, তারা সবাই জাতীয় নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক। তবে যারা নির্বাচন করার সক্ষমতা হারিয়েছে, তারা ভয়ে আসতে চায় না।’
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এসব কোনো সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে, তারা সবাই নির্বাচনে আসবে। যারা নির্বাচন করার সক্ষমতা হারিয়েছে, তারা ভয়ে আসতে চায় না।’
হানিফ বলেন, ‘অধিক নির্বাচন গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করার পরামর্শ নিতে কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।’
হানিফ বলেন, ‘বিএনপি গঠনতন্ত্রের ধারা পরিবর্তন করে দুর্নীতিতে অভিযুক্তদের পদে রাখার সুযোগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারা দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সেই দলের নেতারা কী করে অন্য দলের দুর্নীতি খুঁজে বেড়ায়।’আরেক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ কখনও ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।’