গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় বাসটি মুকসুদপুরের সালিনাবক্স এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ২৫ যাত্রী আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান ইসলাম শোভন জানান, আহত ২৫ জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে দুজন গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।