চট্টগ্রামে রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত এক যুবককে হাতেনাতে আটক করেছে র্যাব।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক মো. হাসান আলী ময়মনসিংহের গৌরিপুর উপজেলার টাঙ্গাটিপাড়া এলাকার বাসিন্দা। তার বয়স ৩২ বছর।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশি দামে টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।’
তার শরীর তল্লাশি করে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং টিকিট বিক্রির ৪ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সহকারী পরিচালক নুরুল আবছার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসান ওই এলাকায় বেশি দামে রেলওয়ের টিকিট বিক্রি করে আসছেন। এ ছাড়া কালোবাজারির মাধ্যমে রেলের টিকিট সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করতেন তিনি। বেশি পরিমাণ মুনাফা অর্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতেন।’
তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।