ফেনীতে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শহরতলির পাঁচগাছিয়া বাজারে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন অটোচালক দাগনভূঞা উপজেলার আমুভুঞার হাট এলাকার সবুজ মিয়ার ছেলে ১৮ বছরের আবুল হোসেন শাকিল ও যাত্রী এনায়েত ভূঞা এলাকার ৫৫ বছরের জেসমিন আক্তার। আহতরা হলেন নিহত জেসমিনের দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস ও জান্নাতুল আফরান এবং রাজিব চন্দ্র দাস।
স্থানীয়দের বরাতে ওসি জানান, শহরতলির পাঁচগাছিয়া বাজারে আসার পর ফেনী শহরমুখী অটোরিকশাটি বিকল হয়ে পড়লে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে দুইজন নিহত হন। আহত হন তিনজন।
নিহতরা হলেন অটোচালক দাগনভূঞা উপজেলার আমুভুঞার হাট এলাকার সবুজ মিয়ার ছেলে ১৮ বছরের আবুল হোসেন শাকিল ও যাত্রী এনায়েত ভূঞা এলাকার ৫৫ বছরের জেসমিন আক্তার। আহতরা হলেন নিহত জেসমিনের দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস ও জান্নাতুল আফরান এবং রাজিব চন্দ্র দাস।
তাদের প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল নেয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ইকবাল হোসেন বলেন, ‘আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হচ্ছে।’