নেত্রকোণার কলমাকান্দা থেকে অপহরণের ২২ দিন পর এক স্কুলছাত্রীকে বুধবার রাতে গাজীপুরের সালনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার জুয়েলকে আদালতে তোলা হয় এবং অপহৃত ছাত্রী ২২ ধারায় জবানবন্দি দেয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহরণের দায়ে অভিযুক্ত জুয়েল মিয়া কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক। আর ওই ছাত্রীর বাসা কলমাকান্দা সদরে। সে উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।
ছাত্রীর স্বজনদের বরাত দিয়ে ওসি আব্দুল আহাদ খান জানান, জুয়েল ওই ছাত্রীকে পথেঘাটে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানায়। এ নিয়ে পরিবারের লোকজন জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে জুয়েল আরও ক্ষিপ্ত হন। ২৯ জুন সকালে ওই ছাত্রী জন্মনিবন্ধন সংশোধনের জন্য বাসা থেকে বের হলে উপজেলা মোড় এলাকায় জুয়েল ও তার লোকজন তাকে অপহরণ করেন।
ওইদিনই সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এসআই প্রশান্ত কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের সালনা থেকে ছাত্রীকে উদ্ধার করে। এ সময় তারা জুয়েল মিয়াকেও গ্রেপ্তার করে।