ব্রিটিশ আমলে দেশে যেসব নদী ছিল এবং বর্তমানে যেসব নদী আছে তার একটি তালিকা তৈরি করতে সরকারের কাছে সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এ ছাড়া প্রাথমিক পর্যায়ে বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ এবং যাতে বর্জ্য না ফেলা হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে কমিটি।
জাতীয় সংসদে বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪৬তম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। এতে আরও অংশ নেন কমিটির সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা।
বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
বৈঠকে নদী, খাল-বিল, জলাশয়ের দূষণ রোধে শিক্ষা-কার্যক্রমে জনসচেতনতামূলক প্রবন্ধ সংযুক্ত করা, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পানি দূষণের বিভিন্ন ধরন সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেয়া এবং এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।