ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চের পাশে ছুরি মেরে মো. আবীর নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে।
উপজেলার নজরুল অ্যাকাডেমির ডাকবাংলোর সামনে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বক্কর সিদ্দিক।
২০ বছর বয়সী আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার আবুল কালামের ছেলে। তিনি উপজেলা যুবলীগের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘বিকেলে ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। এ সময় সম্মেলনস্থলের পাশে নজরুল অ্যাকাডেমির ডাকবাংলোর সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন আবীর। এ সময় প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় আবীরের। পরে হাতাহাতির একপর্যায়ে আবীরকে ছুরিকাঘাত করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’
পুলিশ কর্মকর্তা আবু বক্কর বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে আবীরকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ত্রিশাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা নিউজবাংলাকে বলেন, ‘সম্মেলনে অসংখ্য নেতাকর্মী এসেছে। তবে আবীর উপজেলা যুবলীগের কর্মী ছিলেন না। তিনি কার সঙ্গে কেন এসেছেন আমার জানা নেই। তার বাসা ময়মনসিংহ শহরে, সেখানের নেতারাই নিশ্চিত করে বলতে পারবেন।’
নাম প্রকাশ না করার শর্তে ময়মনসিংহ মহানগর যুবলীগের এক জ্যেষ্ঠ নেতা নিউজবাংলাকে বলেন, ‘আমাদের যেকোনো প্রোগ্রামে হাজার হাজার যুবলীগ কর্মী উপস্থিত হয়। এরমধ্যে অনেকে সক্রিয় কর্মী না হওয়ায় আমরা চিনতে পারিনা। আবীরও তেমন কর্মী হতে পারে। তবে যারাই তাকে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।’