বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিবি পরিচয়ে স্বর্ণালংকার লুটে গ্রেপ্তার ৪

  •    
  • ২১ জুলাই, ২০২২ ২২:৪২

রাজধানীর গাবতলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে ৩৮ ভরি ১৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেন কয়েকজন। তাঁতীবাজারের ‘ধানসিঁড়ি চেইন এন্ড বল হাউজ’ নামের জুয়েলারি দোকানের কর্মচারী টিটু প্রধানীয়া এসব স্বর্ণালংকার টাঙ্গাইলে ডেলিভারি দিতে যাচ্ছিলেন।

পুলিশ পরিচয়ে স্বর্ণালংকার লুটের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে লুট করা ২০ ভরি স্বর্ণসহ নগদ টাকা।

রাজধানীর গাবতলী এলাকা থেকে গত ১৭ জুলাই লুট হয় একটি জুয়েলারির ৩৮ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার। জুয়েলারি কর্মচারীর কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তা লুট করে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান হারুন অর রশীদ জানান, স্বর্ণ লুটের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে লুটের মালামাল। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। স্বর্ণালংকার লুটে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে।

ডিবি হেফাজতে ৪ ডাকাত। ছবি: নিউজবাংলা

পুলিশ জানায়, ডিবির মিরপুর জোনাল টিম বুধবার রাতে সদরঘাট ও মেরাদিয়া এলাকা থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করে। তারা হলেন সোহেল আহম্মেদ পল্লব, পলাশ শেখ, মাসুদ রানা ও রবিন হালদার পরেশ। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার ও গয়না বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার হয়েছে।

তাঁতীবাজারের ‘ধানসিঁড়ি চেইন এন্ড বল হাউজ’ নামের জুয়েলারি দোকানের কর্মচারী টিটু প্রধানীয়া দেশের বিভিন্ন এলাকায় মালামাল ডেলিভারি দেন। ১৭ জুলাই সকালে তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর ও সখিপুর এলাকায় যেতে মোটরসাইকেলে রওনা হন। গাবতলী টার্মিনালে তিনি যখন বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ঘটে স্বর্ণ লুটের ঘটনা।

গাবতলীতে এক ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে টিটুর নাম-ঠিকানা ও পেশা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তার কাছে থাকা ব্যাগে কী আছে জানতে চান। পুলিশ বিবেচনায় টিটু জানিয়ে দেন ব্যাগে ৩৮ ভরি ১৪ আনা স্বর্ণালংকার আছে।

কিছুক্ষণ পর সেখানে আরও চার-পাঁচজন লোক পৌঁছে টিটুর ব্যাগটি নিয়ে যান। আর টিটুকে থানায় নেয়ার কথা বলে তারা মোটরসাইকেলে তোলেন। বেড়িবাঁধ এলাকায় নিয়ে কিছুক্ষণ আটকে রাখার পর টিটুকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে বিজয় সরণি মোড়ে নেয়া হয়। এরপর সেখান থেকে তারা পালিয়ে যান।

পরে টিটু পুলিশকে জানালে ঘটনা তদন্তে মাঠে নামে গোয়েন্দা পুলিশের একাধিক টিম। এরই একপর্যায়ে গ্রেপ্তার করা হয় চারজনকে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর