কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে হেড মাঝিসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্যাম্প-৪ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।
তিনি জানান, গুলিবিদ্ধদের মধ্যে আছেন ক্যাম্প-৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন, নুর হোসেন ও মোহাম্মদ পেটান। তাদেরকে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেয়া হচ্ছে।
আধিপত্য বিস্তার নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ জন পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
হেড মাঝি হোসেনের ছেলে রশিদ আলম নিউজবাংলাকে বলেন, ‘আমার বাবাসহ ওই তিন জন ভাত খাচ্ছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা এসে গুলি করে পালিয়ে যায়। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি।’