বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর ভেসে উঠল কিশোরের দেহ

  •    
  • ২১ জুলাই, ২০২২ ১৯:৫৫

বুধবার সকালে শহরের বেউথা কালীগঙ্গা নদী থেকে আরিচার যমুনা নদীতে নৌকা ভ্রমণে বের হয় প্রায় ৩৫ কিশোর। কালীগঙ্গা নদীর তরা সেতুর কাছে হইহুল্লোড় করার সময় নৌকা থেকে পড়ে যায় বর্ষণ ও সাদ্দাম।

মানিকগঞ্জের ঘিওরের কালীগঙ্গা নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর বর্ষণ ইসলাম নামে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তরা সেতুর নিচ থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি পাওয়া যায়।

বর্ষণের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকায়। সে সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়ত।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে তরা সেতু এলাকার কালীগঙ্গা নদীর চরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নদীর পাড়ে আনা হয়। স্থানীয়রাই মরদেহটি শনাক্ত করেন।

পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, বুধবার সকালে শহরের বেউথা কালীগঙ্গা নদী থেকে আরিচার যমুনা নদীতে নৌকা ভ্রমণে বের হয় প্রায় ৩৫ জন কিশোর। কালীগঙ্গা নদীর তরা সেতুর কাছে হইহুল্লোড় করার সময় নৌকা থেকে পড়ে যায় বর্ষণ ও সাদ্দাম। এর মধ্যে সাদ্দাম ফের নৌকায় উঠতে পারলেও বর্ষণ তলিয়ে যায়।

এ বিভাগের আরো খবর