বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা দূরীকরণে ৬ দফা দাবি নিয়ে কমলাপুর রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলস্টেশনে রনি অবস্থান কর্মসূচি শুরু করার পর সেখানে গিয়ে কর্মসূচিতে একাত্মতা জানান ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন বলেন, ‘রেলে যে দুর্নীতি হয় এটা একটা বাচ্চাও জানে। দুর্নীতি যখন ক্যানসারে রূপান্তরিত হয়েছে, তখন রনির মতো ছেলেরা এর প্রতিবাদ করছে। এই রনিরা বাধ্য হয়ে এখানে এসেছে। তারা এসেছে বাংলাদেশের দুর্নীতিবাজদের নগ্ন করে দেশ থেকে বিদায় করার জন্য। মানুষ যখন নির্যাতিত হয়, আস্তে আস্তে সে প্রতিবাদপ্রবণ হয়ে ওঠে।
‘আমরা বারবার বলেছি, এয়ারপোর্ট ও রেলওয়ে মানুষকে নির্যাতনের জায়গা। এই নির্যাতন থেকে আমাদের মুক্তি দিতে হবে।’
সুমন বলেন, ‘রেলমন্ত্রীর যিনি ওয়াইফ, তিনি এখন রেলওয়ে নিয়ন্ত্রণ করেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। ট্রেন ভ্রমণ করা মন্ত্রীর শ্বশুরবাড়ির লোকের টিকিট আছে কি না তা চেক করার কারণে টিটির চাকরি চলে গিয়েছিল। এরপরও রেলমন্ত্রী কীভাবে মন্ত্রী থাকেন এটাই আমার প্রশ্ন।’