কুষ্টিয়ায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন বিচারক তাজুল ইসলাম।
কুষ্টিয়া আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন কুষ্টিয়া শহরের আজাদ হোসেন এবং যাবজ্জীবনের সাজা পাওয়া আসামি হলেন শহরেরই হাউজিং এলাকার মিন্টু হোসেন। এর মধ্যে আজাদ হোসেন এখনও পলাতক।
নিহত আবুল কাশেম ছিলেন কুষ্টিয়া শহরের এনএস রোডের ফুডকিং নামের একটি ফাস্টফুডের দোকানের মালিক।
২০১৪ সালের ১৪ আগস্ট রাতে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে কুতুব উদ্দিন আহমেদ লেন দিয়ে হেঁটে যাওয়ার সময় কাশেমকে ছুরিকাঘাত করে আসামিরা। স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে ইফতেখার আহমেদ নাইম কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরিদর্শক আশরাফুল আলম ২০১৫ সালের ৭ জুলাই দুইজনের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশিট জমা দেন। ৮ বছর পর রায় হলো এই মামলার।