শুধু উন্নয়নের স্লোগান দিয়ে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সদরের টুকেরবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও মহিলা দলের সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের জন্য যখন আর্থিক সহায়তা প্রয়োজন, তখন দেশে অর্থ সংকট দেখা দিয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণেই দেশে আজ অর্থ সংকট। শুধু উন্নয়নের স্লোগান দিয়ে একটি দেশ চলতে পারে না।’
তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ উৎপাদনের দোহাই দিয়ে কুইক রেন্টালের নামে ৫০ হাজার কোটি টাকা লুটপাট করেছে। আজ দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না। জনগণ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘সরকার উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে বলে প্রচারণা চালাচ্ছে। উন্নয়নের জোয়ারে নয়, উজান থেকে আসা পানির জোয়ারে দেশের উত্তর-পূর্বাঞ্চল ভাসিয়ে নিয়ে গেছে। এই বন্যার জন্য সরকারের ব্যর্থ পরিকল্পনা ও প্রতিবেশী দেশের বাঁধ নির্মাণই দায়ী।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশে গুম, খুন ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগের অধীনে কোনো দিনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ছাড়া নির্বাচন তো দূরের কথা, এই নির্বাচন কমিশনের আহ্বানে কোনো সংলাপেও বিএনপি যাবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবী ও সামিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম সম্পাদক শাম্মি আক্তার।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটে তিন দফা বন্যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি। বিএনপির প্রতিটি নেতাকর্মী নিজেদের পরিবারে বাজারের টাকা নিয়ে জনগণের পাশে ছিল। এই অবৈধ সরকারের দায়িত্বশীলদের শুধু টেলিভিশনে দেখা যায়, বাস্তবে তাদের দেখা মেলে না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা ইসতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, এ কে এম তারেক কালাম, শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।