নোয়াখালীতে জিনের বাদশা পরিচয় দেয়া ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ১০টি সিম, একটি চুম্বক ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রতারক চক্রের সদস্যরা হলেন, পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ৬১ বছরের আব্দুল মমিন, একই এলাকার ৩৫ বছরের ইমাম উদ্দিন রাসেল, বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ শরীফপুর গ্রামের ৪১ বছরের আজিজুল হক, ২৬ বছরের নজরুল ইসলাম, বসন্তবাগ গ্রামের ৫০ বছরের মো. নুর হোসেন এবং চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামের ৪৭ বছরের নুরনবী মানিক।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ২০১৮ সাল থেকে তারা গভীর রাতে জিনের বাদশা পরিচয়ে মানুষকে ফোন দিয়ে আসছিল। তারা নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা করে তিন ব্যক্তির কাছ থেকে ১ কোটি ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। এ ছাড়া অনেকের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে।
কথিত ছয় জিনের বাদশা পরিচয়দানকারী প্রতারকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।