বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ভাষানচর লঞ্চঘাট এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর বলেন, ‘প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ভাষানচর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ সুফি শামীম ও তার ভগ্নিপতি নাসির খান জখম হয়েছেন।
‘ভাষানচরের লঞ্চঘাটের ইজারা, জমি ও রাজনীতি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’
স্থানীয়দের বরাতে তিনি জানান, ৫ বছর ধরে এলাকার আনিস কুঠিয়াল ও জাফর কাজি পক্ষের সঙ্গে ইউপি সদস্য শাহ সুফি শামীম পক্ষের বিরোধ চলে আসছে। এর জেরে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
ইউপি সদস্যের ভাই মো. রাকিব জানান, শামীম ভাষানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাসির খান সাংগঠনিক সম্পাদক। উন্নত চিকিৎসার জন্য শামীমকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাসির খান।
তিনি বলেন, ‘প্রতিপক্ষ আনিস, জাফর, মন্টুসহ ১০ থেকে ১২ জন দা, রামদা, লাঠিসোঁটা নিয়ে সন্ধ্যার পর ভাষানচর লঞ্চ ঘাটে এসে হামলা চালায়। এ সময় তারা শামীম ও নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।’
এ ঘটনা জানতে অভিযুক্ত জাফরকে কয়েকবার ফোন করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে এসএমএস করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘সন্ত্রাসীরা অহেতুক ইউপি সদস্য ও তার ভগ্নিপতিকে কুপিয়ে ফেলে রেখে গেছে।’