ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকান লুট করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় আহত হয়েছেন দোকানের মালিক।
বুধবার রাত পৌনে ৯টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স প্রদীপ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বলেন, রাত পৌনে ৯টার দিকে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত স্বর্ণের দোকানের সামনে এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দ শুনে দোকানের মালিকসহ আশপাশের লোকজন ভয়ে হুড়োহুড়ি শুরু করেন। এ সময় দুর্বৃত্তরা ওই স্বর্ণের দোকানে ঢুকে মালিক সুধীর কর্মকারকে আহত করে স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছেন। কী পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।