নিরাপদ ক্যাম্পাস ও সান্ধ্য আইন বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বুধবার রাত ৯টার দিকে প্রথমে নিজ নিজ হল থেকে বেরিয়ে আসেন ছাত্রীরা। কিছু সময় হলগুলোর সামনে অবস্থানের পর রাত সাড়ে ৯টার দিকে তারা একযোগে উপাচার্যের বাসভবনের গেটে এসে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসের ভেতর সব জায়গায় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ১০টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা তুলে নিতে হবে।
রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান করছেন। প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন ছাত্রীরা। তারা এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সামাজিক মাধ্যমসহ এই প্রতিবেদকের কাছেও প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফী নিতু বলেন, ‘প্রত্যেকবারই যৌন নিপীড়নের ঘটনা ঘটলে প্রথমেই প্রশাসন মেয়েদের হলের সময়সীমার দিকে নজর দেয়। এটা মাথাব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে ধরনের সমাধান।’
নিতু আরও বলেন, ‘গতবারও চবি মেডিক্যালে যৌন নিপীড়নের ঘটনায় সেল সমাধান দিয়েছিল- মেডিক্যালে রাত ৯টার পর মহিলা ডাক্তার থাকবেন না এবং মেয়েরা চিকিৎসা নিতে পারবে না। প্রশাসনের এই আচরণ স্পষ্টতই সেক্সিস্ট আচরণ এবং এই কারণে ভিকটিম ব্লেমিং আরও বেড়ে যায়।’
তিনি দাবি করেন, যৌন নিপীড়নের ঘটনাগুলোতে অভিযুক্তকে শাস্তি দেয়ার নজির খুব কম। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই যৌন নিপীড়নের ঘটনা বন্ধ করা সম্ভব।
হলে ফেরার সময়সীমা নিয়ে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী নওরিন আক্তার ফেসবুকে লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে না, কিন্ডারগার্টেনে পড়াশোনা করছি। সকল সমস্যার সমাধান- রাত ১০টার মধ্যে আবাসিক হলে প্রবেশের নির্দেশ! অর্থাৎ হাতে ব্যথা পেলে হাত কেটে ফেলা দেয়াই সমাধান।’
জান্নাত মুমু নামে আরেক শিক্ষার্থী লেখেন, ‘চবিতে ছাত্রীই ভর্তি করানোর কী দরকার? প্রশাসন আরেকটু চালাক হলে কেবল ছাত্রদের ভর্তি করানোর সিস্টেম চালু করত।’
ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তাহীনতার জন্য প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করে নৃবিজ্ঞান বিভাগে পূর্বাশা আচার্য্য বলেন, ‘এর জন্য ১০টায় হলে ঢোকার নির্দেশ দিয়ে দেবেন, এটা কেমন কথা! নিজেদের ক্যাম্পাস। নিজেদের ক্যাম্পাসে নিজেরাই সেফ না! সেটা কি মেয়েদের দোষ, না আপনাদের?’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার হল থেকে ব্যক্তিগত প্রয়োজনে যেকোনো সময়ই বের হতে বা ঢুকতে পারবে। প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা না করে রাত ১০টার মধ্যে মেয়েদের হলে প্রবেশের নির্দেশনাকে আমরা দায়সারা আচরণ বলে মনে করি এবং আমরা তা প্রত্যখ্যান করি।’
তিনি বলেন, নিজের হলের সামনে নারী শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনাসহ গত কয়েক দিনে আরও বিভিন্ন ঘটনায় সমাধান হচ্ছে জড়িত অপরাধীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা ও শিক্ষার্থীদের নিরাপত্তায় আরও বেশি জোর দেয়া। কিন্তু তা না করে উল্টো এমন নিয়ন্ত্রণমূলক নির্দেশনাকে আমরা কোনো সমাধান বলে মনে করি না। এর মাধ্যমে প্রশাসন তার ব্যর্থতার দায় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতে চায়।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘ছাত্রছাত্রীরা ১০টায় নাকি ১২টায় ঢুকবে সেটা এখন বলার বিষয় না। এটা শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’