লক্ষ্মীপুরে রামগতিতে যৌতুক না পেয়ে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার দায়ে আসামি মো. শাহজাহানকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম বুধবার দুপুরে এই রায় দেন।
আসামি শাহজাহানের বাড়ি নোয়াখালীর সূবর্ণচরে। তার উপস্থিতিতেই রায় দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন।
২০১৭ সালের ২২ আগস্ট রামগতির চরআলগী এলাকায় বড় বোন রাশেদা আক্তারের বাড়িতে বেড়াতে যান ফাতেমা আক্তার ও তার স্বামী শাহজাহান। ওই রাতে যৌতুকের জন্য ফাতেমা ও শাহজাহানের তর্কাতর্কি হয়। এর জেরে পরদিন সকালে বোনের বাড়ির পুকুরে গোসল করতে গেলে শাহজাহান ফাতেমাকে চুবিয়ে হত্যা করেন।
মরদেহ পরে পুকুরে ভেসে উঠলে স্বজনরা পুলিশে খবর দেন।
ময়নাতদন্তে জানা যায়, ফাতেমাকে হত্যা করা হয়েছিল। সে বছরের ৯ নভেম্বর পুলিশ হত্যা মামলা করে। ২০১৮ সালের ৪ এপ্রিল শাহজাহানকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয়া হয়।