কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র মো. আবদুল্লাহর মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
ইনানী ডেইলপাড়া থেকে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মরদেহটি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি বলেন, ‘ইনানী ডেইলপাড়া এলাকায় সাগরতীরে ভেসে আসে স্কুলছাত্র আবদুল্লাহর লাশ। ট্যুরিস্ট পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।’
১৬ বছরের আবদুল্লাহর এ বছর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। তার বাবা কর্নেল মো. শহিদ সামরিক বাহিনীর চিকিৎসক।
তাদের বাসা রাজধানীর মহাখালীর ডিওএইচএসে। মা ও কয়েকজন আত্মীয়ের সঙ্গে সে কক্সবাজার ঘুরতে যায়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক অলিউর রহমান বলেন, ‘আবদুল্লাহ পরিবারের অন্যদের সঙ্গে বে ওয়াচ ও সি পার্ল বিচ রিসোর্টের মাঝামাঝি সৈকতে গোসলে নামে সকাল সাড়ে ৯টার দিকে। গোসল শেষে সবাই উঠে এলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’