বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইজিবাইকে বাসচাপায় নিহত বেড়ে ৬

  •    
  • ২০ জুলাই, ২০২২ ১৭:২৭

ওসি জানান, বিআর‌টি‌সির এক‌টি বাস‌ কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে ব‌রিশালের দিকে যা‌চ্ছি‌ল। পথে ঘটনাস্থলে বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা ছেড়ে আসা ইজিবাইককে এটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজ‌ন নিহত হন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ নিয়ে দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন।

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ই‌জিবাইকচালক সোহাগ সিকদার, গৌরনদীর মোছা. সাথী ও তার দেড় বছর বয়সী মে‌য়ে ফারহানা, বা‌কেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়া‌র্ডের আ‌মির চৌধুরী, হা‌সিব খান, ব্রাহ্মণবা‌ড়িয়ার না‌সিরনগরের ভূবন এলাকার তান‌জিলা বেগম।

নিউজবাংলাকে তথ্যগুলো নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিআর‌টি‌সির এক‌টি বাস‌ কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে ব‌রিশালের দিকে যা‌চ্ছি‌ল। পথে ঘটনাস্থলে বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা ছেড়ে আসা ইজিবাইককে এটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজ‌ন নিহত হন। সাথী, তার শিশুকন্যা ফারহানা ও স্বামী মো. ফয়সলকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে সাথী ও বিকেলে ফারহানার মৃত্যু হয়। ফয়সল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

দুর্ঘটনার সময় মহাসড়কে কিছু সময়ে‌র জন‌্য যান চলাচ‌ল ব্যাহত হলেও এখন তা স্বাভা‌বিক বলে জানান ওসি।

তিনি বলেন, ‘সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পা‌লিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চলছে।’

প্রত‌্যক্ষদর্শী মা‌নিক মিয়া বলেন, ‘বাস‌টি হঠাৎ ডান দিকে চলে গিয়ে ইজিবাইককে চাপা দেয়। আমরা বাসের পেছনের এক‌টি অটো‌রিকশায় ছিলাম। এরপর আ‌মি আর আমার ছেলে অটো থেকে অন্যদের সহযোগিতায় হতাহতদের হাসপাতালে পা‌ঠিয়ে‌ছি।’

দুর্ঘটনা তদন্তের জন্য অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট গৌতম বা‌ড়ৈ‌কে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার।

পাশাপা‌শি নিহ‌তদের প‌রিবার ও আহত‌দের সহায়তা করা হ‌বে ব‌লেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর