বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকিট পেলেন কেবল চারজন, এরপর তিন ঘণ্টা রেল অবরোধ

  •    
  • ২০ জুলাই, ২০২২ ১৭:০৯

‘ভোর ৫টায় টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। তিন থেকে থেকে জন টিকিট পেয়েছে। এর পর কাউন্টার থেকে জানানো হয়েছে যে টিকিট শেষ।…তিনজন টিকিট পাওয়ার পরে কাউন্টার থেকে যখন জানানো হয় যে টিকিট শেষ, তখন আমাদের প্রশ্ন ছিল এত টিকিট গেল কোথায়?’

আগামী রোববারের আগাম টিকিট না পেয়ে প্রায় তিন ঘণ্টা ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, বুধবার সকালে কেবল তিন থেকে চারজনকে টিকিট দেয়ার পরে কাউন্টার থেকে জানানো হয় যে টিকিট শেষ। তখন তাদের মনে প্রশ্ন জাগে এত টিকিট গেল কোথায়? এর পর বিক্ষোভ শুরু করেন তারা।

পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে রোববার রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটির সাপ্তাহিক ছুটি বাতিল করে তা চালু করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৫ জুলাই। সেই দিন ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে চার শিফটে।

প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টায়। ওই পরীক্ষায় অংশ নিতে ২৪ জুলাইয়ের টিকিটের জন্য বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশনে যান ভর্তিচ্ছুরা। এদের অনেকে মঙ্গলবার রাত থেকে লাইনে দাঁড়ান।

সকালে কাউন্টার থেকে টিকিট দেয়া শুরু হলে কয়েকজনকে দেয়ার পরেই জানানো হয়, টিকিট শেষ। এরপর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিমানবন্দর রেলস্টেশনে অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন।

পরে রোববারের রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে ওই ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের পশ্চিমাঞ্চল শাখার মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার নিউজবাংলাকে বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। রোববার সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন। কিন্তু ভর্তি পরীক্ষা উপলক্ষে এ বন্ধটা আমরা রাখছি না। ওই দিন শুধুমাত্র ঢাকা থেকে যাত্রী নিয়ে সরাসরি রাজশাহী চলে আসবে, ননস্টপ হিসেবে।’

‘এ ছাড়া পরীক্ষার সময়টায় প্রতিটি ট্রেনেই আমরা ২/১ টি করে অতিরিক্ত কোচ যুক্ত করার জন্য পরিকল্পনা করেছি।’

বেলা ১টার পর স্টেশনে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে।

সেখানে গিয়ে দেখা যায় বিক্ষোভকারীদের একজন নূর নবীকে। রাজধানীর তিতুমীর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘ভোর ৫টায় টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। তিন থেকে চারজন টিকিট পেয়েছে। এর পর কাউন্টার থেকে জানানো হয়েছে যে টিকিট শেষ।’

রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করা রাজিউর রাজ বলেন, ‘তিনজন টিকিট পাওয়ার পরে কাউন্টার থেকে যখন জানানো হয় যে টিকিট শেষ, তখন আমাদের প্রশ্ন ছিল এত টিকিট গেল কোথায়?

আরেক বিক্ষোভকারী রায়হান আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই টিকিটের জন্য বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ অনেকে রাত থেকে অপেক্ষা করেও সকালে টিকিট পাননি। অনেকে কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়েও আগামী রোববারের টিকিট পাননি।’

বিষয়টি নিয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান। কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর