সাতক্ষীরার কালিগঞ্জে নানা রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
উপজেলার তারালী ইউনিয়নে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। গৃহবধূ ৪০ বছরের কাকলী দাশ এলাকার অনন্ত দাশের স্ত্রী।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান।
স্থানীয়দের বরাতে তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা রোগে ভুগছিলেন কাকলী দাশ। চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা খরচ করেছেন তার স্বামী। খরচ জোগাতে বর্তমানে হিমশিম খাচ্ছে তার পরিবার।
তিনি আরও জানান, রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ সকালে কাকলী বাড়ির পেছনে আমগাছে রশি বেঁধে গলায় ফাঁস দেন।
চেয়ারম্যান এনামুল হোসেন বলেন, ‘স্থানীয়রা বিষয়টি আমাকে জানিয়েছে। আমি গিয়ে থানায় খবর দিই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
ওসি হালিমুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জেরে অথবা রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে কাকলী দাশ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’