বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের চাপা, নিহত যাত্রী

  •    
  • ২০ জুলাই, ২০২২ ১২:৫২

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি জানান, কুমিল্লাগামী একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

কসবায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।

কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৬৮ বছরের সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী মর্জিনা বেগম আহত হয়েছেন।

এ ছাড়াও আহত হয়েছেন বাবুল মিয়া, কসবা উপজেলার খেওড়া গ্রামের জালাল মিয়া, তার স্ত্রী নূপুর ও তাদের ছয় বছরের সন্তান জিলানী। মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, কুমিল্লাগামী একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর