বিদ্যুৎ তৈরির সক্ষমতা বাংলাদেশের আছে। কিন্তু বিশ্বে জ্বালানি তেলের অতি উচ্চ মূল্যের কারণে সাশ্রয়ী হতে লোডশেডিংয়ের সিদ্ধান্ত বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, ‘আমাদের তেল কিনতে পারারও সক্ষমতা আছে। আমাদের সক্ষমতায় ঘাটতি নেই। কিন্তু এই মূহুর্তে সেটি করতে গেলে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে।’
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলন এবং নির্বাচন কোনটায় ছাত্রলীগ ছাড়া হয় না। তাই ছাত্রলীগের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এক বছরের কিছু সময় পর আগামী নির্বাচন। উন্নয়নের কথা এবং কেন নৌকায় ভোট দেয়া অত্যাবশ্যক এই কথাগুলো মানুষের কাছে আপনাদের পৌঁছে দিতে হবে।’
ছাত্রলীগ নেতাকর্মীদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান দীপু মনি।
দেশের মানুষের স্বার্থেই সরকার লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান আলোচক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা দেশে দ্রব্যমূল্য এবং জ্বালানি তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে যদি বেশি টাকা ব্যয় করে বিদেশ থেকে আমদানি বাড়ানো হয় তাহলে দেশের দ্রব্যমূল্য বাড়বে। ফলে দেশের মানুষ কষ্ট পাবে। সেই মানুষের স্বার্থ রক্ষার জন্যই লোডশেডিং হচ্ছে।’
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা নতুন কায়দায় ষড়যন্ত্র করছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যখন আমরা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি তখন তারা বলে, বাংলাদেশের তেল, ডিজেল এবং গ্যাস কেনার সামর্থ্য নেই। দেশ দেউলিয়া হয়ে গেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও ৪০ বিলিয়ন ডলারের উপরে রিজার্ভ। অর্থাৎ আট মাসের আমদানি-রপ্তানির ব্যয় মিটানোর সক্ষমতা বাংলাদেশের আছে। বাংলাদেশ যেন শ্রীলঙ্কার মতো দেউলিয়া না হয় বা এটির যেন কোনো ধরনের সুযোগই না থাকে সেজন্যই আগাম প্রস্তুতি হিসেবে এই লোডশেডিং। আমাদের তেল আমদানির কোনো অভাব নেই।’
ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের জনগণের কাছে যেতে হবে। বিএনপির মিথ্যাচার এবং অপরাজনীতি সম্পর্কে তাদের বুঝাতে হবে। বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের জনমত গড়ে তুলতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘আজ বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সেই একাত্তরের পরাজিত শক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিদেশিদের পদলেহন করছে ৭৫ পরবর্তী সময়ের মতো কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আলোচনা সভা সঞ্চালনা করেন। সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সভায় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।