বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ডিজিটাল বাংলাদেশ না গড়ে উঠলে দেশ এখনও অন্ধকারেই থাকত’

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ২২:৫২

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের জনগণের ৬৫ শতাংশ মানুষ কর্মক্ষম।’

ডিজিটাল বাংলাদেশ না গড়ে উঠলে দেশ এখনও অন্ধকারেই থাকত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বগুড়া জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক সমাবেশে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পুলিশ আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আর এই ডিজিটাল বাংলাদেশ না গড়ে উঠলে দেশ এখনো অন্ধকারেই থাকত। এই দেশের মানুষের বিশ্বাস ও আস্থায় জায়গায় রয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই বিশ্বাসের জায়গা থেকেই আগামী নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের জনগণের ৬৫ শতাংশ মানুষ কর্মক্ষম। যাদের মাঝে অন্যতম আমাদের যুব সমাজ। তবে মাদকের আগ্রাসনে এই যুবসমাজ যদি পথ হারিয়ে ফেলে, তাহলে সোনার বাংলা গড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তর এবং সমাজের সবার সমন্বয়ে মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে সুন্দর একটি অবস্থান তৈরিতে কাজ চলমান রয়েছে।’

প্রধান অতিথি আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ৮০ লাখ মানুষ নেশাগ্রস্ত। তবে মাদক নিয়ন্ত্রণ শুধু সরকারের একার পক্ষে পুরোপুরি সম্ভব নয়, সে জন্য সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

আর নেশা থেকে মুক্তিতে লজ্জা না করে সময় থাকতেই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার আহ্বান জানান তিনি।পরে সমাবেশ শেষে বগুড়ায় ৬৫ জন মাদক কারবারিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এ সময় ৫০ জন পুরুষকে ভ্যানগাড়ি এবং ১৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে পুলিশ লাইনসে 'মুক্তির অমর কাব্য' নামে ম্যুরালের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন। বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ আরও অনেকে।এ ছাড়াও এদিন সকালে বগুড়ার একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বিভাগের আরো খবর