জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে জিভ কেটে নেয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।একই অনুষ্ঠানে দলটির আরেক যুগ্ম সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কটূক্তি, চরিত্রহরণ, অপপ্রচার করলে বিএনপি-জামায়াতকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।’
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে এক বিক্ষোভে এই দুই নেতা এমন হুমকি দেন। বিএনপি কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর কুশপুতুল দাহ ও কটূক্তি করার অভিযোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
হানিফ বলেন, ‘বিএনপি দুর্নীতিবাজ দল সেটা বারবার প্রমাণ হয়েছে। তারা মিথ্যাবাদী দল, মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লজ্জা হওয়া উচিত। কারণ, তিনি মিথ্যাবাদী দুর্নীতিবাজ দলের মহাসচিব।‘দুর্নীতিবাজ, সন্ত্রাসী দলকে সন্ত্রাসী বললে তাদের গা জ্বালা করে। এই বিএনপি শেখ হাসিনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং হামলা চালিয়েছিল। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। আর এখন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, কটূক্তি করছে। কিন্তু তাদেরকে আর ছাড় দেয়া হবে না।’নাছিম বলেন, ‘যারা জাতির পিতা ও জাতির পিতার কন্যাকে নিয়ে অন্যায় ভাষায় কথা বলবে, কটূক্তি করবে, অসম্মান করবে, তাদের সকলের জিভ আমরা কেটে নেব। তাদের কোনো ছাড় দেয়া হবে না।’
‘বিএনপি জানে না কীভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয়। তাদের সে শিক্ষা নাই। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয় তাদের সে শিক্ষা নেই। তাদের দলের লোকজনের মধ্যে মানবিক কোনো গুণ নেই। এমনকি একটি দল পরিচালনা করতে যে গুণাগুণ প্রয়োজন, সেটাও তাদের নেতাদের নেই।‘বিএনপি যাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধা। যিনি একদিনে গড়ে উঠেননি, তিলে তিলে গড়ে উঠেছেন। তিনি হাওয়া ভবন থেকে হাওয়ার মধ্যে দিয়ে তৈরি হননি।’
তারেক রহমানকে উদ্দেশ করে নাছিম বলেন, ‘হাওয়া ভবনে বসে যিনি চাঁদা খাওয়ার জন্য বাংলাদেশসহ সারা বিশ্বে কুখ্যাত হয়েছেন, সেই সন্ত্রাসী দেশের বাহিরে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়।
‘তাদের একটাই লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আর তখন তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তারা জাতির পিতার খুনিদের পক্ষ নিয়েছে। এবং কোন সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আমরা দেব না।’
নাছিম বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, বিদ্যুৎ ও জ্বালানি সংকট হচ্ছে। কিন্তু বিএনপি এটা নিয়েও মিথ্যাচার করছে। দেশে ৪০ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ আছে। তারপরও বিএনপি এটা নিয়ে মিথ্যাচার করছে। আসলে বিএনপির প্রভু দেশ পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে। তাই বাংলাদেশকে নিয়ে গুজব অপপ্রচার মিথ্যার করছে বিএনপি।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ মহানগরের নেতারা।