মতিঝিল থানার উপপরিদর্শক শাহরিয়ার রেজা বলেন, ‘মতিঝিলে বাফুফে মাঠে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। ধারণা করা হচ্ছে মৃত যুবক ভবঘুরে ছিলেন।’
রাজধানীর আরামবাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে মতিঝিল পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার রেজা বলেন, ‘মতিঝিলে বাফুফে মাঠে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। ধারণা করা হচ্ছে মৃত যুবক ভবঘুরে ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বাফুফের দেওয়াল টপকে তিনি ভেতরে যান। এরপর অসুস্থ হয়ে ঘটনাস্থলে মারা যান। তার পরিচয় এখনোও জানা যায়নি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।’
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।